|
---|
নূর আহামেদ,মেমারি : মেমারি, ১৩ ডিসেম্বর মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার একটি বর্ণাঢ্য পদযাত্রা হয়। পদযাত্রার শুরুর আগে স্কুল প্রতিষ্ঠাতা স্বর্গীয় রসিকলাল বিষয়ীর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বোলনের অনুষ্ঠানে শুভ সূচনা অগাষ্ট মাসে হয়েছে। প্রতিকৃতিতে মাল্যদান করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চন্দ্রা চ্যাটার্জী। পদযাত্রা মেমারি শহর পরিক্রমা করে পৌসভার গেটের সামনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এরপর পদযাত্রা মেমারি নতুন বাসষ্ট্যান্ডে এসে সেখানেও সাংস্কৃিতক অনুষ্ঠান পরিবেশিত হয়। বাসষ্ট্যান্ড থেকে পদযাত্রা স্কুলে এসে শেষ হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে এদিন বর্ণাঢ্য পদযাত্রা হয়। সকল শিক্ষিকা শিক্ষাকর্মী বর্তমান ও কিছু প্রাক্তণ ছাত্রী এই পদযাত্রায় সামিল হয়। ৭৫ বছর পূর্তির মূল অনুষ্ঠান ১৯-২০ ডিসেম্বর পালিত হবে স্কুল প্রাঙ্গনের নতুন মঞ্চে।