|
---|
নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ির বিভিন্ন এলকা জুড়ে রাত হলেই শুরু হচ্ছে অবৈধ কার্যকলাপ।শিলিগুড়ির সব এলাকায় ঠান্ডা পড়ে গেলেই বসছে নানান ধরনের নেশার আসর। এখানে শুধুমাত্র শিলিগুড়িই নয় বাইরে থেকে আসছেন বহু মানুষ।যাদের আসল উদ্দেশ্য হল টাকা রোজগার করা। শিলিগুড়ি এবং নকসালবাড়ি থেকেই বেশী ছেলে আসছেন এখানে।যারা বেশীরভাগই আর্থিক দিক থেকে প্রচণ্ডভাবে শক্তিশালী। কাজেই দিনে কয়েকহাজার টাকা খরচ করা কোন সমস্যা নেই তাদের কাছে।এদিকে এই নেশার আসর নিয়ে প্রচণ্ডভাবে ক্ষোভ সাধারন মানুষের মধ্যে।তাদের অভিযোগ দিনের পর দিন এই ধরনের কাজ হচ্ছে,অথচ প্রশাসন একেবারেই নির্বিকার। পুলিশের তরফ থেকেএক দুবার অবশ্য হানা দেওয়া হয়েছিল,তাতে অবশ্য কোন কাজ হয় নি। উলটে আরো বেড়েছে এই ধরনের কার্যকলাপ ।শিলিগুড়ি এমনিতেই ব্যাবসায়ীক জায়গা হবার কারনে এলাকার মানুষের আতঙ্ক আরো বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কিছুদিনের মধ্যেই এলাকা থেকে সমস্ত ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধু করে দেওয়া হবে।