|
---|
নতুন গতি, মোথাবাড়ি: বেআইনি মদের দোকান বন্ধের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ সোমবার ইংরেজ বাজার থানার কাজি গ্রাম পঞ্চায়েতের সদুল্লাপুরে। মালদার মোথাবাড়ীর জাতীয় সড়ক প্রায় চার ঘন্টা ধরে পথ অবরোধ করে দুই গ্রামের মহিলা সাগর দিঘি ও পর্বতা। সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ ও জয়েন্ট বিডিও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে।
প্রশাসনের আশ্বাসে ফলে বিক্ষোভ তুলে নেয় মহিলা বাহিনী। রিতা দাস জানান, কাজিগ্রাম পঞ্চায়েতের সদুল্লাপুরে রাজ্য সড়কের পাশে হোটেলের আড়ালে রমরমিয়ে চলছিল মদ বিক্রি। এর ফলে মদ্যপদের বহিরাগতদের আনাগোনা বাড়ছে এলাকায়। স্থানীয় গ্রামে মদ বিক্রি বন্ধের দাবীতে বহু বার প্রশাসনকে লিখিত ভাবে জানিয়েও কোন কাজ হয়নি। সাধারণ মানুষ জানিয়েছেন, আমরা চাই মদ মুক্ত পরিবেশ গড়তে।