অবৈধ চালের ব্যবসা শিলিগুড়িতে, নির্বিকার প্রশাসন

শিলিগুড়ি: শিলিগুড়িতে চলছে অবৈধভাবে চালের ব্যাবসা।নির্বিকার প্রশাসন।শিলিগুড়িতে আসছে বাংলাদেশী চাল যার দাম মোটামুটি আশি টাকার কাছাকাছি,শিলিগুড়ির বাজারে সেই চাল বিক্রি হচ্ছে প্রায় একশো কুড়ি টাকা করে।শিলিগুড়িতে এমনিতেই চালের দাম কেজী প্রতি বেড়ে গেছে প্রায় আট থেকে নটাকা।সেই সময় একটি চাল আসছে বাংলাদেশ থেকে যেই চালকে চালানো হচ্ছে বাংলাদেশের আতপ বলে,কেজীতে প্রায় চল্লিশটাকা বেশী করে নেওয়া হচ্ছে খরিদদারদের কাছ থেকে।কিন্তুু কেন এই চাল কিনছেন বাংলাদেশের মানুষ?

    যারা কিনছেন তারা জানিয়েছেন এই চাল সহজেই সেদ্ব হয়ে যায় এবং খুব সুন্দর গন্ধ বের হয়।সেকারনেই মানুষ আকর্ষিত হচ্ছেন এই চালের প্রতি। বাজারে বিশেষ করে শিলিগুড়ির বেশ কিছু বাজারে এই চাল বাংলাদেশী সুগন্ধি আতপ চাল বলে।এখন পয়লা বৈশাখের আগে মানুষ এই চাল কিনছেন দশ থেকে বিশ কেজী করে।প্রশাসনের কাছে খবর গেলেও কেন কিছু বলছেন না প্রশাসন, উত্তরে এক ব্যাবসায়ী জানালেন কেউ অভিযোগ না জানালে প্রশাসন কি করবে।কেউ যদি অভিযোগ জানায় তবেই আইনত ব্যাবস্থা নেবে প্রশাসন,কিন্তুু কেউ না জানালে প্রশাসনের কিছুই করবার নেই।