শ্রদ্ধায় স্মরনে মহানায়ক উত্তমকুমার 

নিজস্ব সংবাদদাতা : মহানায়ক উত্তম কুমারের ৪৪তম প্রয়াণ দিবস আজ। ১৯৮০ সালে ২৪ জুলাই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান বাংলা সিনেমার এই আইকন। তার ভুবন ভোলানো হাসি আজো মনে করেন সিনেমার দর্শক। আজো কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন তিনি।

     

    কিংবদন্তি নায়কের জন্ম ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে।নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় ২০৯টি সিনেমায় অভিনয় করেছেন উত্তম কুমার। এর মধ্যে বেশিরভাগই দর্শক প্রিয় ও ব্যবসা সফল।

     

    আজ হাওড়া স্টেশনের সামনে উত্তম কুমারের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন We are The Common এর সদস্য বৃন্দ,অনুষ্ঠানে সংগঠনের তরফ থেকে হাওড়া জেটিঘাটে স্থিত উত্তম কুমারের মূর্তি টির যথাযথ রক্ষনাবেক্ষণ করবার দাবী উত্থাপন করেন সংগঠনের সদস্যবৃন্দ।