রাস্তা বেহাল অবস্থা তাই এলাকার সাধারণ মানুষ কাশিনগর বাজার রোডে তেলি পুকুর নিকট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়

বাইজিদ মণ্ডল মথুরাপুর:- মথুরাপুর ২ন‌ং ব্লকে মথুরাপুর থেকে মিলন মোড় গামি রাস্তায় কাশীনগর বাজারের পর থেকে প্রায় হাফ কিলোমিটার রাস্তার পরিস্থিতি খুবই খারাপ ও বিপজনক হয়ে দাঁড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা যায় দির্ঘদিন যাবৎ হাইকোর্টের দোহাই দিয়ে প্রসাশনের তরফ থেকে রাস্তা সংস্কারের কোন ব‍্যাবস্থা নিচ্ছে না।কোন রাজনৈতিক দল ও ব‍্যবস্থা নিচ্ছে না।দুদিন ছাড়া টোটো,অটো পাল্টি খেয়ে প‍্যাসেঞ্জার আহত হচ্ছে।মানুষ জন চলাচল করতে পারছে না।সে কারনে দলমত নির্বিশেষে আজ এলাকার বহূ মানুষ পথ অবরোধে সামিল হয়। এই অবরোধ কর্মসূচি স্থানীয় প্রশাসন ও জয়েন্ট বি ডি ও এসে আশ্বাসদেন চার পাঁচজন প্রতিনিধি আগামীকাল ১২টার সময় BDO অফিসে যাওয়ার। বিক্ষোভ কারীদের সঙ্গে বসে আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তার কাজ শুরু করা হবে। বিডিও এর আশ্বাস পেয়ে এর পর অবরোধ তুলে নেয় বিক্ষোভ কারীরা।