দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার, সেবকে এয়ার বেসে জরুরি অবতরণ

নিজস্ব সংবাদদাতা : বিগত তিন দিন উষ্ণতা থাকলেও আজ সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। সকালে বৃষ্টি নামে শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়। তবে এরপর কিছুক্ষণের জন্য আকাশ পরিষ্কার হয়ে যায়।

    আজ মুখ্যমন্ত্রী সভা ছিল জলপাইগুড়ির অন্তর্গত ক্রান্তির চেকেন্দা ভান্ডানী ময়দানে। দুপুরে সভা শেষ করার পর মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।

    সকালে কিছুক্ষণ আকাশ পরিষ্কার থাকলেও আবারো দুপুরে বৃষ্টি নামে। এদিন শিলিগুড়িতে মাঝারি বৃষ্টিপাতের সংবাদ মিলেছে। বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার। মাঝপথে হঠাৎ বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে, পাইলট হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে পরিষ্কার আকাশের দিকে উড়ান শুরু করেন।

    তবে তলায় বৈকুন্ঠপুরের ঘন জঙ্গল থাকার কারণে অবতরণ করা সম্ভব হয়নি হেলিকপ্টারের। তবে কিছু সময়ের মধ্যে সেবক এর এয়ার বেসেজরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার। সূত্রে খবর মিলেছে মুখ্যমন্ত্রী আর তাঁর সফর সঙ্গীরা সকলেই সুরক্ষিত রয়েছেন।