ডেঙ্গু আটকাতে বদ্ধপরিকর শিলিগুড়ি পুরনিগম

নিজস্ব সংবাদদাতা : বর্ষা শুরু হয়েছে, বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা। ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক প্রচারে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

     

    প্রসঙ্গত পূর্বে শহরে বেশ কয়েকজনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তাই শহরে ডেঙ্গু আটকাতে একাধিক পরিকল্পনা ও প্রচার গ্রহণ করেছে শিলিগুড়ি পুরো নিগম। আজ থেকে শহরে নেমেছে ছটি সাউন্ড যুক্ত ই রিক্সা। শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সবুজ পতাকা দেখিয়ে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ আরো অন্যান্যরা শুভ সূচনা করেন।

     

     

    শিলিগুড়ি পুরনিগমের গৌতম দেব জানান, ডেঙ্গু আটকাতে এবার আগের থেকে প্রচার ও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান শহরে ডেঙ্গুর প্রকোপ আটকানো সম্ভব, এই বিষয়ে তিনি আশাবাদী।