লাল্টু মিদ্দের উদ্যোগে, থ্যালাসেমিয়া মুক্ত দেশ সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রচার ও প্রসারের লক্ষ্যে  একটি বাইক রেলির আয়োজন

নিজস্ব সংবাদদাতা :গাঙ্গেয় সুন্দরবনের বিভিন্ন প্রান্তে বাইক রেলির মাধ্যমে রক্তদানের বার্তা স্বেচ্ছাসেবী সংগঠনের বাবলু হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার আলিঙ্গন ক্লাবের উদ্যোগে,ডায়মন্ডহারবার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে বিগত তিন দিন ধরে চলা ফুটবল টুর্নামেন্টের রবিবার  ছিল ফাইনাল। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সেই সাথে ক্লাব সংগঠনের সহযোগিতায় এবং দক্ষিণ চব্বিশ পরগনা  জেলা রক্তদান আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক লাল্টু মিদ্দের উদ্যোগে, থ্যালাসেমিয়া মুক্ত দেশ গঠন ও সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষদের স্বেচ্ছায় রক্তদানের আবেদন। সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রচার ও প্রসারের লক্ষ্যে  একটি বাইক রেলির আয়োজন । অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন, ডায়মন্ড হারবার বিধানসভার মাননীয় বিধায়ক পান্নালাল হালদার । এই বাইক রেলি ডায়মন্ডহারবার থেকে শুরু করে ক্যানিং, গোসাবা ( বালি দ্বীপ ) এবং শেষে বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটালে ( মঙ্গলবার )  রক্তদান শিবিরে পৌঁছাবে। রক্তযোদ্ধা লাল্টু মিদ্দে কয়েকদিন পূর্বে, থ্যালাসেমিয়া সচেতনতা নিয়ে তাদের এই কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়াতে খোলা চিঠির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে পাশে থাকার আহ্বান জানিয়েছিলেন। এদিন বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সমাজ কর্মী ও রক্ত যোদ্ধারা হাজির হয়েছিলেন।

    রক্তযোদ্ধা তাপস চৌধুরী বলেন, আমাদের দেশ ধীরে ধীরে পোলিও মুক্ত হয়েছে, তাহলে থ্যালাসেমিয়া মুক্ত দেশ হবে না কেন ?  তার জন্য থ্যালাসেমিয়া রোগ সম্বন্ধে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা প্রয়োজন। আমরা সেই কাজটা নিরন্তর করে যাওয়ার চেষ্টা করছি। রক্ত যোদ্ধাদের ‘ থ্যালাসেমিয়া মুক্ত দেশ ‘ গঠনের সকলকে শামিল হওয়ার আহ্বান জানান।