|
---|
মইদুল শেখ, দক্ষিণ ২৪ পরগণা: দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থানা নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদ নগর এলাকায় নদীতে জোয়ার আসলেই তবে নলকুপের জল পাওয়া যায়। এলাকার অধিকাংশ নলকুপ প্রায় বন্ধ। এর ফলে বহু দূর-দূরান্ত থেকে জল আনতে হয় এলাকাবাসীদের। তবে সেই নলকুপের অবস্থা বেহাল। মাটির তলায় জলের পরিমাণ কমে যাওয়ায় অধিকাংশ সময়ে জল থাকে না। তাই এলাকার ভরসা নদীর জোয়ার। জোয়ারের সময় নলকূপের ধারে কয়েক শত বোতল, বালতি এবং কলসির লাইন দেখতে পাওয়া যায়। তাও আবার জল খুব কম পড়ে। এর ফলে ঘন্টার পর ঘন্টা প্রচন্ড রোদে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তাই এলাকাবাসীর অভিযোগ, যদি অতি সত্বর আরও গভীর নলকূপ না দেওয়া যায় তাহলে আগামী দিনে পানীয় জল পেতে আরও কষ্ট হবে এলাকাবাসীর। পুকুরের জলের উপর নির্ভর করতে হবে এলাকাবাসীকে। তাও আবার এলাকার পুকুরের জল লবণাক্ত। যদিও জলের অভাব মেটাতে এখনো নদীর জল পান করতে হয় এলাকাবাসীকে।