রেড ভলান্টিয়ারদের উদ্যোগে খড়্গপুরে আরোও একটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর: করোনা অতিমারী পরিস্থিতিতে সমাজের প্রান্তিক স্তরের মানুষের জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠেছে। তাদের বেঁচে থাকার জন্য নূন্যতম স্বাস্থ্যবিধির চাহিদা পূরনও ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই অতিমারীকালে জনসাধারনের বিশেষত সমাজের প্রান্তিক স্তরের মানুষের পাশে থাকার লক্ষ্যে রেড ভলান্টিয়ার্স সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে এগিয়ে এসেছে। রবিবার সকাল ১০ টায় খড়গপুর শহর পূর্ব এরিয়া কমিটি রেড ভলান্টিয়ার্স এর উদ্দ্যোগে ইন্দা কমলা কেবিন-এর কেন্দ্রের পর আরও একটি জনস্বাস্থ্য পরিষেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন হল খড়গপুর শহরের ২৫ নং ওয়ার্ডে কৌশল্যায় ভান্ডারী মারুতি শোরুমের বিপরীতে। এই সহায়তা কেন্দ্রে প্রতিদিন বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত বিনামূল্যে ব্লাড প্রেসার, থার্মাল স্ক্যানিং, পালস অক্সিমিটার ও ব্লাড সুগার পরীক্ষা করা হবে। এছাড়াও এই কেন্দ্রে অক্সিজেন ও নেবুলাইজার পরিষেবাও পাওয়া যাবে। এই অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী সংগীত পরেবশনের মাধ্যমে। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন প্রেমবাজার গণজাগরন কণ্ঠের প্রতিনিধিরা।

    এরপর পরিষেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন ডা: শুশীল কুমার মন্ডল, এম.ডি, হোমিওপ্যাথি মেডিসিন ও অধ্যাপক, খড়গপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ। এছাড়াও উপস্থিত ছিলেন ডা: বর্ষা মুখার্জী, এম.ও, সাউথ ইস্টান রেলওয়ে হাসপাতাল, ডা: অঞ্জন দন্ডপাঠ, হোমিওপ্যাথি মেডিসিন, খড়গপুর রেলওয়ে হাসপাতালের স্বাস্থ্যকর্মী স্বাতী মুখার্জী, সি.পি.আই.এম খড়গপুর শহর পূর্ব এরিয়া কমিটি রেড ভলান্টিয়ার্স- এর আহ্বায়ক সবুজ ঘোড়াই ও মানিকপাড়া কলেজের প্রাক্তন অধ্যাপক রাখহরি পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহিনী মোহন মাইতি। সঞ্চালনা করেন গোপাল হরি বসু। বক্তব্য রাখেন সবুজ ঘোড়াই, সিদ্ধার্থ সেনগুপ্ত, ব্লেড ভলান্টিয়ার্স ইন চার্জ, খড়গপুর শহর পূর্ব এরিয়া কমিটি, ডা: বর্ষা মুখার্জী, অধ্যাপক রাখহরি পাল এবং উদ্বোধক ডা: শুশীল কুমার মন্ডল। সভার সমাপ্তি ভাষন দেন মোহিনী মোহন মাইতি। অনুষ্ঠান উপলক্ষ্যে বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে রেড ভলান্টিয়ার্স এর কাজে উৎসাহ দেওয়ার জন্য পিপিই কিট, গ্লাভস, মাস্ক ও আর্থিক সাহায্য প্রদান করা হয়।