বাণপ্রস্থ আশ্রমে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন বক্রেশ্বর

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরে আসে।ঠিক সেই মুহুর্তে পাঠ্যক্রমের পাশাপাশি বর্তমান সময়ে অপরিহার্য হয়ে ওঠা কম্পিউটার শিক্ষাটা যদি ছোটবেলা থেকে শুরু হয়, তাহলে ভবিষ্যতে শক্ত হয় সে শিক্ষার ভিত। সেরূপ চিন্তা ভাবনা থেকেই বীরভূমের দুবরাজপুর থানার বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমে শুরু হলো ছোটদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।

    আশ্রম অধ‍্যক্ষ প্রবীণ সন্ন্যাসী দুর্গেশ গিরির উদ্যোগে আয়োজিত “ফান্ ডট্ কম্ ” নামে এই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় চন্দ্রপুর থানার ও সি কস্তুরী মুখোপাধ্যায়। তাছাড়া ও উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদ সদস‍্যা রিয়াশ্রী দাস, ছড়াকার অম্বুজাক্ষ দে, সাংবাদিক সোমনাথ দে” বাচিকশিল্পী প্রভাত দত্ত,রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের সম্পাদক উত্তম কুমার মন্ডল সহ বহু বিশিষ্টজন ও কচিকাঁচারা।

    আজকের আনুষ্ঠানিক ঘটনা প্রসঙ্গে বাণপ্রস্থ আশ্রমের কর্নধার দুর্গেশ গিরি বলেন, বর্তমানে জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে কম্পিউটার। ছোটরা অনেক সময় আর্থিক কারণে অনেকেই বাইরে শিখতে যেতে পারে না। এখানে শিক্ষার পাশাপাশি অন্ লাইন্ রোজগারের সুযোগটাও জানতে বা কাজে লাগিয়ে উপার্জন করতে পারবে।