সুবিধাবঞ্চিত শিশু কিশোর কিশোরীদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন

নতুন গতি নিউজ ডেস্ক: সুবিধাবঞ্চিত শিশু কিশোর কিশোরীদের নিয়ে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন হলো মানিকতলা খালপাড়ে। জাতীয় পতাকা উত্তোলন করেন কবি লেখক পরিচালক শতরূপা সান্যাল ও লেখক রূপা সেনগুপ্ত। বক্তব্য পেশ করেন ভাস্বতী বসু ও ড. ইমানুল হক।

    ছিলেন ভাস্কর সেন, সীতাংশু দত্ত, পৃথা বল, সন্দীপন সেনগুপ্ত সহ বহু বিশিষ্ট মানুষ। আর ছোটোরা তো ছিলেনই।

    বিশিষ্ট লেখক চলচ্চিত্র পরিচালক কবি শতরূপা সান্যালের সংগঠন স্কাডের উদ্যোগে ও ভাষা ও চেতনা সমিতির ব্যবস্থাপনায় মহিলাদের জন্য #স্বাস্থ্যশিবির হয়। সেখানে দুজন ডাক্তার চিকিৎসা করেন। প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে দেওয়া হয়।

    সবাই মিলে জাতীয় সঙ্গীত গাওয়া হল। আর শুরুতে ‘মুক্তির মন্দির সোপান তলে’। দেওয়া হয় সবাইকে খাবারের প্যাকেট। স্কাডের উদ্যোগে। লেখিকা পৃথা বল দিলেন বই ও খাতা।