|
---|
জাকির হোসেন সেখ, ১৬ এপ্রিল, নতুন গতি: তৃণমূল কংগ্রেসের হয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে বাংলাদেশের সুপারস্টার ফেরদৌস এখন বেকায়দায়। গত ১৪ এপ্রিল রবিবার তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইলাল আগরওয়ালের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন। আর তাতেই বাংলাদেশের এই জনপ্রিয় নায়কের ওপর ক্ষেপে যায় বিজেপি। এমনকি ভিসার নিয়ম লঙ্ঘন করার অপরাধে ফেরদৌসকে গ্রেপ্তার করা উচিত বলেও দাবি করতে থাকে বিজেপি।
গতকালই সুত্র মারফত জানা গিয়েছিল যে, মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগে তাঁর ভিসা বাতিল করা হয়েছে। তাঁকে দেশে ফিরে যেতে বলেছে বাংলাদেশ হাইকমিশন।
উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইলাল আগরওয়ালের সমর্থনে একটি রোডশো করেন ফেরদৌস। তাঁর সঙ্গে ছিলেন টলিউডের নায়ক অঙ্কুশ ও নায়িকা পায়েল। শুধু রোডশো করেননি, তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইলাল আগরওয়ালকে ভোট দেওয়ার আহ্বানও নাকি জানিয়েছিলেন এই বাংলাদেশি সুপারস্টার এবং এপার বাংলায়ও সমান জনপ্রিয় ফেরদৌস।