|
---|
নিজস্ব সংবাদদাতা : সিরিজ জিতলেও বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ হারতে হল ভারতকে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে প্রথম দুটি ম্যাচ জয়লাভ করে ভারত। আর ছিল শেষ টি-টোয়েন্টি ম্যাচ, প্রথমে ব্যাট করতে ভারত। ভারতের দুই ওপেনার খুব অল্প রানের মধ্যে প্যাভেলিয়ানে ফিরে যায়। এরপর ভারতের ইনিংসের হাল ধরেন অধিনায়ক হারমান প্রীত, ৪০ রানের ইনিংস খেলেন তিনি। এক সময় মনে হচ্ছিল ভারত যখন ভালো রানের দিকে এগোচ্ছে। সেই সময় ভারতের ব্যাটিংয়ে ধ্বস নামে। ৯১ রানের চার উইকেট থেকে ১০৬ রানের মধ্যে সমস্ত উইকেট চলে যায়। এরপরে বাংলাদেশ ব্যাট করতে নেমেও যে খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিল তা না। ৮৫ টান তুলতেই তাদের ছয় হারায়। সুলতানা একটি নির্ভরযোগ্য ইনিংস খেলেন তার ব্যাট থেকে আসে ৪২ রানের ইনিংস। তবে পরবর্তীতে আর বাংলাদেশের কোন উইকেট পড়েনি ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।