ফের গোষ্ঠীদন্ড শিলিগুড়িতে, অভিযোগ কাউন্সিলার ও তার বাবার বিরুদ্ধে

শিলিগুড়ি: আবার গোষ্ঠীদন্ড শিলিগুড়িতে।টিকিট না পাওয়ায় ক্ষোভে শিলিগুড়ির 5নং ওয়ার্ডের কাউন্সিলার দুর্গা সিং এবং তার বাবা রামকিশোর সিং এরবিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ উঠল শিলিগুড়িতে।

    শিলিগুড়িতে ওই কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ তিনি এবং তার বাবা টিকিট না পাওয়ায় শুধু 5নং নয় অন্য ওয়ার্ডেও তৃণমূলের বিরুদ্ধে প্রচার করতে শুরু করে দিয়েছেন।তার বিরুদ্ধে শুধুমাত্র দলবিরোধী প্রচারই নয় বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে।এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান দূর্গা সিং এর বিরুদ্ধে প্রচুর অভিযোগ থাকায় তাকে এবারে টিকিট দেয় নি দল।আর এই রিপোর্ট ছিলো একেবারে পিকের কাছেই।

    জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান কারো বিরুদ্ধে অভিযোগ থাকলেই দল কঠোরভাবে ব্যাবস্থা নেবে।তা সে যেই হোক না কেন।তবে শিলিগুড়িতে যাই হোক না কেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে জানালেন পাপিয়া ঘোষ।তিনি আরো জানিয়ে দিলেন কেউ যা খুশি করে যাবে আর দল তা মেনে নেবে এ হতে পারে না।দলের সিদ্ধান্ত মেনে নিতেই হবে জানিয়ে দিলেন পাপিয়া ঘোষ।