|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ থেকে কলকাতা মেডিক্যাল কলেজ। ৬ কিলোমিটার যাওয়ার জন্য ৯ হাজার টাকা ভাড়া চাওয়ার অভিযোগ অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে। টাকা দিতে না পারায় করোনা আক্রান্ত দুই শিশুকে মধ্যরাতে অ্যাম্বুল্যান্স থেকে নামিয়ে দিয়ে চালক গাড়ি নিয়ে চলে যান, এমনটাই অভিযোগ।
দুই শিশুর মধ্যে একজনের বয়স ৯ মাস। একজনের বয়স ৯ বছর। ৯ মাসের শিশুটির করোনার সঙ্গে ডেঙ্গির রিপোর্টও পজিটিভ। শেষপর্যন্ত আর একটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে দেন হাসপাতালে চিকিত্সকরা। ভাড়া মেটানোর পুরো টাকা শিশু দু’টির অভিভাবকদের না থাকায় চিকিত্সকরা নিজেরা টাকা দিয়ে অ্যাম্বুল্যান্সের ভাড়া মিটিয়ে দেন। মধ্যরাতে দুই শিশুকে পৌঁছে দেওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।