|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ির শিবমন্দির থেকে সেবক পর্যন্ত ৩১ নম্বর জাতীয় সড়ককে সম্প্রসারন করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। শনিবার টুইট করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরি। শিবমন্দির থেকে সেবক পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারনের দাবী দীর্ঘদিনের। জাতীয় সড়ক ফোর লেন না থাকায় শিলিগুড়ি শহরে প্রবেশের মুখে যানজট নিত্যদিনের। শহরের প্রবেশের মুখে দার্জিলিং মোর এলাকায় যানজট মোকাবিলায় ফ্লাইওভার নির্মানের দাবী উঠেছে বহুবার। রাস্তা চওড়া করার দাবীতে অবস্থান বিক্ষোভ করতে দেখা গিয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। শহরবাসীর এই দাবী পূরনের প্রতিশ্রুতি দিয়ে লোকসভাতেও সওয়াল করেছিলেন দার্জিলিং সাংসদ রাজু বিস্ট। অবশেষে যানজট নিয়ন্ত্রণে শিবমন্দির থেকে সেবক পর্যন্ত ৩১এ জাতীয় সড়ক সম্প্রসারণের শিলমোহর দিল কেন্দ্রীয় জাতীয়সড়ক ও সড়ক পরিবহন দফতর।
শনিবার বিভাগীয় মন্ত্রী নিতিন গডকরি ট্যুইট করে বলেন, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অধীন শিবমন্দির এলাকা থেকে ৩১ নম্বর জাতীয় সড়ককে ফোর অথবা ৬ লেনে সম্প্রসারন করা হবে সেবকের সেনা ছাউনি পর্যন্ত। এই সড়কের পাশে থাকবে সার্ভিস রোড। এরজন্য বরাদ্দ করা হয়েছে ৯৯৫.০৪ কোটি টাকা। খুব শীঘ্রই এই সড়ক সম্প্রসারণের কাজ শুরু হবে বলে আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি।