|
---|
নিজস্ব সংবাদদাতা : ১৪ নং জাতীয় সড়কে ফের দুর্ঘটনা। শুক্রবার সন্ধ্যা বেলায় এই দুর্ঘটনাটি ঘটে সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি থেকে দুবরাজপুর যাওয়ার রাস্তায় মিকি মেটাল স্পঞ্জ স্টিল কারখানার কাছে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী এদিন সন্ধ্যাবেলায় সদাইপুর থানার অন্তর্গত সাহাপুর এলাকার দাসপাড়া থেকে এক যুবক মোটরবাইকে আসছিলেন সিউড়িতে দিকে। পিছনে ছিলেন এক মহিলা। সেই সময় একটি লরি তাদের ধাক্কা দেয় এবং তারা ছিটকে পড়লে ঘাতক লরিটি তাদের পিষে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। পরে সিউড়ি থানার পুলিশ এবং দমকল বাহিনী দিয়ে মৃত দুজনের দেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। দুর্ঘটনায় মৃত্যু হওয়া একজনের নাম রঞ্জন হাজরা, এমনটাই জানা যাচ্ছে। যদিও দ্বিতীয় জনের নাম জানা যায়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, মৃত মহিলা ওই মৃত যুবকের শ্বাশুড়ি। তারা এদিন সিউড়ি ডাক্তার দেখাতে আসছিলেন। আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে একসঙ্গে দুজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, \”যেভাবে এই দুজনকে ঘাতক লরিটি পিষে দিয়ে গিয়েছে তাতে তাদের কোনোভাবেই চেনা যাচ্ছিল না। কেবলমাত্র আধার কার্ড দেখে একজনের নাম বোঝা যায়। জানা যায় তার ঠিকানা সদাইপুর থানার অন্তর্গত সাহাপুরের দাসপাড়া। ঘাতক গাড়িটিকে ধরা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে আমরা ছুটে আসি। তবে এসে দেখতে পায় দুজনেই মারা গিয়েছেন। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে।\”