|
---|
নিজস্ব সংবাদদাতা : নাকাশিপাড়া ব্লকের বেথুয়াডহরি মাঠপাড়ায় সংহত শিশু বিকাশ প্রকল্পের রান্না করা খাবারে পোকা থাকায় উত্তেজনায় ছড়াল এলাকায়। বৃহস্পতিবার দুপুরে এই অঙ্গনওয়ারি সেন্টার থেকে বাচ্চার জন্য খাবার নিয়ে যান শিউলি মণ্ডল। তিনি দেখেন খাবারের মধ্যে পোকা ভাসছে। খবর জানাজানি হতে গ্রামবাসীরা এসে ওই অঙ্গনওয়ারি সেন্টারে বিক্ষোভ দেখায় রাধুনী এবং দিদিমণিকে ঘিরে ধরে। খবর পেয়ে ছুটে আসেন বেথুয়াডহরি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পুলক সিংহ। তিনি গ্রামবাসী এবং রাঁধুনী এবং দিদিমনির সঙ্গে কথা বলেন। পরে পুলক বাবুর আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।
এ প্রসঙ্গে অভিভাবক শিউলি মণ্ডল জানান, আজকে সকালে এখান থেকে খাবার নিতে এসেছি। খাবার বের করতেই দেখি পোকা ভাসছে। মাঝে মাঝেই এখানে পোকা পাওয়া যায়। ছাগলের রোমও এর আগে পাওয়া গিয়েছিল। আমরা চাইছি কোন কিছু যেন একটা ব্যবস্থা নেওয়া হয়। তাই আমরা বিক্ষোভ দেখাচ্ছি।এ ব্যাপারে অঙ্গনওয়ারি শিক্ষিকা অনিতা রায় দাস জানান, আমরা যতদূর সম্ভব ধুয়ে পরিষ্কার করে রান্না করি। কীভাবে পোকা পাওয়া গিয়েছে সেটা বলতে পারছি না।
এদিকে, এই ঘটনা সম্পর্কে বেথুয়া ডহরি ১ নাম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান পুলক সিংহ জানালেন, এখানে বাচ্চাদের খাবারের মধ্যে ছোট ছোট পোকা রয়েছে তা দেখতে পাওয়া গিয়েছে। এলাকার মানুষের একটা বিক্ষোভ সেটা শুনে আমরা এখানে তা দেখি। যারা কাজটা করেছে তাদের কর্তব্যে গাফিলতির জন্য এটা ঘটেছে। আমরা এটা নিয়ে প্রশাসনকে জানাচ্ছি। যাতে এই অস্বাস্থ্যকর পরিবেশে রান্না না হয়।