|
---|
মালদা, ০৯ সেপ্টেম্বর : শিল্পাঞ্চল এর জন্য জমি পরিদর্শন করলেন জেলাশাসক। সোমবার বেলা বারোটা নাগাদ, চাঁচল ২ নম্বর ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া এলাকায় প্রায় ১৭ একর জায়গা পরিদর্শন করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্জ।
জেলা শাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন, চাঁচল মহকুমা শাসক সব্যসাচী রায়, অতিরিক্ত জেলা শাসক অর্ণব চট্টোপাধ্যায়, চাঁচল ২ নম্বর ব্লকের বিডিও অমিত কুমার সাউ, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহসভাপতি কমলেশ বিহানি, যুগ্ম-সম্পাদক উত্তম সাহা, উত্তম বসাক, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল সহ অন্যান্য আধিকারিক ও ব্যবসায়ীরা। উত্তর মালদা কেন্দ্রের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে উত্তর মালদা কেন্দ্রে একটি শিল্পাঞ্চল করা হয়।
সোমবার তাদের দাবি মত বিভিন্ন দপ্তরের আধিকারিক ও মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সদস্যদের নিয়ে জমি পরিদর্শন করেন জেলা শাসক।
জমি পরিদর্শনের পরে তিনি বলেন, উত্তর মালদা কেন্দ্রের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল এই এলাকায় শিল্পাঞ্চল গড়ে উঠুক। সোমবার চাঁচল ২ নম্বর ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের একটি জমি পরিদর্শন করা হয় এই এলাকায়। শিল্পাঞ্চল হলে কর্মসংস্থানও বাড়বে। সরকারি জমিতে শিল্পাঞ্চল করার জন্য যা করণীয় তা প্রশাসনের উদ্যোগে করা হবে বলে তিনি জানান।
মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহ সভাপতি কমলেশ বিহানি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁরা দাবি করেছিলেন উত্তর মালদা কেন্দ্রে শিল্পাঞ্চল গড়ে উঠুক। এর ফলে এলাকার যেমন উন্নয়ন হবে তার পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে। সোমবার সরকারি একটি জমি পরিদর্শন করা হয়েছে প্রশাসনের উদ্যোগে। সমস্ত কাজ দেখে শিল্পাঞ্চল তৈরীর উদ্যোগ নেওয়া হবে। এই এলাকায় শিল্পাঞ্চল হলে এলাকার মানুষ উপকৃত হবে বলে জানান তিনি।
মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হাসান বলেন, শিল্পাঞ্চল এর জন্য জমি পরিদর্শন করতে এসেছিলেন জেলাশাসক ও মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সদস্যরা। সরকারি জমি পরিদর্শন করলেন এবং শিল্পাঞ্চল তৈরীর জন্য যে পরিকাঠামো দরকার তাও খতিয়ে দেখেন তারা।
এদিন এলাকার ব্লুপ্রিন্ট পরীক্ষা করে দেখেন জেলাশাসক।
পরিকাঠামো দেখে শিল্পাঞ্চল গড়ার উদ্যোগ নিবে প্রশাসন।