|
---|
নিজস্ব সংবাদদাতা:স্বমহিমায় ফিরল বাগডোগরা বিমানবন্দর, পুনরায় বাগডোগরা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হলো।
এদিন সকাল এগারোটা বেজে ১৬ মিনিট নাগাদ প্রতিবেশী দেশ ভুটান এর পারো থেকে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করে বিমান। ফের ১২ বেজে ৯ মিনিটে আবার ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। এই বিষয়ে আরো জানা গিয়েছে এখন থেকে সপ্তাহের সোম এবং মঙ্গলবার দুই দিন পারো ব্যাংকক বিমান পরিষেবা চলবে। যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে সপ্তাহে বিমান চলাচলের দিন বাড়ানো হবে। করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল বাগডোগরা বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান পরিষেবা।