|
---|
নিজস্ব সংবাদদাতা:আমজনতার সমস্যার সমাধানের জন্য চালু করা হলো টক টু এস জে ডি এ। চালু করা হলো একটি হোয়াটসঅ্যাপ নম্বরের। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে জানালেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।
তিনি গোটা বিষয় নিয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন সদস্যদের সাথে বৈঠক করেন। একটি হোয়াটসঅ্যাপ নাম্বারের উদ্বোধন করা হয়। এই নম্বরে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ জানাতে পারবেন, অভিযোগ জানানোর পর দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে জানান সৌরভ চক্রবর্তী।