উরিতে ভারতীয় সেনার উপরে গুলি চালায় পাক সেনা

দেবজিৎ মুখার্জি: শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে সেনার তরফে জানানো হল, উরিতে তল্লাশি অভিযানের সময় জঙ্গিদের পাশাপাশি ভারতীয় সেনার উপরে গুলি চালায় পাক সেনা। ভারতীয় বাহিনীর কপ্টার লক্ষ্য করেও গুলি চালানো হয়। ‘কভার ফায়ারে’র কারণেই পালাতে সক্ষম হয়েছে তৃতীয় জঙ্গি।

     

    সেনাকর্তা ব্রিগেডিয়ার পিএমএস ধিলো জানান, হাতলাঙ্গা নালা দিয়ে উরিতে ঢোকার চেষ্টা করছিল তিন থেকে চারজন জঙ্গি। ওই সময় প্রায় দু’ঘণ্টা ধরে গুলির লড়াই চলে। তিনি বলেন, “অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীদের রুখতে সেনাবাহিনী রকেট লঞ্চার-সহ বেশ কিছু ভারী অস্ত্র ব্যবহার করে। ওই সময় দুই জঙ্গি নিহত হলেও তৃতীয় জন আহত হয়। পাক সেনার কভারিং ফায়ারের সাহায্য পেয়ে সে পালাতে সক্ষম হয়।” ধিলো বলেন, “এটা উল্লেখ্য, যে পাক বাহিনী আহত সন্ত্রাসবাদীকে ‘ফায়ার সাপোর্ট’ দিয়েছিল। আমাদের দিকেও গুলি চালায়। পাকিস্তানি সেনা আমাদের কোয়াডকপ্টারগুলিতেও গুলি চালায়।”