|
---|
বাবলু হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা: বনদপ্তরের কর্মীরা পাথরপ্রতিমা ব্লকের অন্তর্গত বনশ্যামনগরের একটি পুকুরে ১৫ ফুট দৈর্ঘ্য ও ঘের ৫ফুট দুই ইঞ্চি এবং প্রায় ৩০০ কেজি ওজনের একটি প্রাপ্তবয়স্ক পুরুষ মোহনা কুমিরকে দক্ষিণ চব্বিশ পরগনা বনদপ্তরের অধীনস্থ রামগঙ্গা রেঞ্জের কর্মীরা সফলভাবে উদ্ধার করেছে৷ প্রাণীটিকে পশুচিকিত্সক দ্বারা পরীক্ষা করা হয়েছে এবং এবং সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে। মুক্তির উপযোগী।এটি আজ গভীর রাতে চুলকাঠির কাছে মুক্তি পাবে। এমনি তথ্য বনদপ্তর থেকে মিলেছে।