মেদিনীপুর আর্টিস্ট ফোরামের উদ্যোগে আয়োজিত হল দুদিনের পটচিত্র কর্মশালা

নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর : মেদিনীপুর আর্টিস্ট ফোরামের উদ্যোগে সম্প্রতি দু-দিনের পটচিত্র কর্মশালার অনুষ্ঠিত হলো রবীন্দ্র নিলয় সভাকক্ষে।এই কর্মশালায় মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন পিংলার নয়া গ্রাম থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী আনন্দ চিত্রকর । দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলার চল্লিশ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন ৷ শুধু মাত্র পট আঁকা নয়, পটের গান, পটের বিষয়, পটের কাগজ তৈরির পদ্ধতি, প্রাকৃতিক রং তৈরির পদ্ধতি ইত্যাদি নানান বিষয়ে আলোচনা হয়।এই কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন শিল্পী মৃনাল চক্রবর্তী, কাঁথির শিল্পী সুদীপ মাইতি ও অভিষেক নন্দী, ফোরামের সভাপতি অচিন্ত্য মারিক, সম্পাদক সুজিত কুমার দাস,সহ সভাপতি দীপঙ্কর সন্নীগ্রাহি ও প্রসেনজিৎ মন্ডল, ফোরামের সদস্য আতাউল গাওস, মিলন পাল, বিশ্বনাথ সিং, বিশ্ব বন্দোপাধ্যায়, পার্থ বাগচী, পলাশ পাল, দীপঙ্কর মাঝি, সৌরভ সিংহ, অনিমেষ মন্ডল, রবীন্দ্রনাথ দে,রাজু রানা দাস, শুভদীপ সেন,সদস্যা মধুমিতা দাস, শিউলি আঢ্য,কমলা দাস সাউ, তনিমা বসু, অর্পিতা কুন্ডু সহ আরও অনেক শিল্পীগন ৷