|
---|
খান আরশাদ, বীরভূম :রাজনগর ও খয়রাশোলে জেলাপরিষদ সভাধিপতি কাজল শেখ কে সংবর্ধনা প্রদান করা হলো।
রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে রাজনগরের ডাকবাংলোয় নজরুল ভবনে এবং খয়রসোল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে খয়রাশোলে আজ এই সংবর্ধনা প্রধান করা হয়।
এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলা পরিষদের একটি বাদে সব আসন গুলিই দখল করে তৃণমূল কংগ্রেস । বোর্ড গঠন করে সভাধিপতি নির্বাচিত হন তৃণমূলের তরুণ তুর্কি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। রাজনগরে সংবর্ধনা অনুষ্ঠানে কাজল শেখ বলেন এই এলাকার উন্নয়নের জন্য তিনি সবসময় চেষ্টা করে যাবেন । রাজনগর নজরুল মঞ্চ সহ এলাকার বেশ কিছু উন্নয়নের জন্য সভাধিপতিকে আবেদন করেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার সাধু।
নবনির্বাচিত সভাধিপতি কাজল শেখ ব্লক সভাপতি সুকুমার সাধুর এই আবেদনে সাড়া দিয়ে উন্নয়নের অঙ্গীকার করেন। খয়রাশোলে সংবর্ধনা পেয়ে আপ্লুত হয়ে সকলকে ধন্যবাদ জানান সভাধিপতি, পাশাপাশি তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি এই পদে যতদিন থাকবেন মমতা ব্যানার্জির আদর্শ অনুযায়ী চলবেন। কাজল শেখ অন্যান্যদের উদ্দেশ্যে বলেন, আমি খাব না কাউকে খেতেও দেবো না। মমতা ব্যানার্জির আদর্শ ছাড়া এক পাও বাড়াবো না। এ রকমভাবেই তিনি আজ হুঁশিয়ারি দেন।