|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: আজ 22 শে মার্চ বিশ্ব জল দিবস। সেই উপলক্ষে জার্মানির টেকসই প্রকল্প ও বাংলাদেশের আর্থিক সহায়তায় এবং ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন এন্ড সার্ভিস সেন্টার নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মহম্মদ বাজার ব্লকের ফুল গড়িয়া গ্রামে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি যথাযথ ভাবে পালন করা।
বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে একটি শোভাযাত্রা পরিক্রমা করা হয় স্থানীয় গ্রাম এলাকায়।এরপর এক আলোচনা সভায় বিশ্ব জল দিবসের গুরুত্ব, জল সংরক্ষণ,জল অপচয় বা অপব্যবহার সহ জলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন সংস্থার দায়িত্ব প্রাপ্ত কর্মী সুকুমার বাহাদুর,দীনবন্ধু ঘোষ,সুভদ্রা বাগ্দী,অমিত দত্ত সহ অন্যান্য কর্মীবৃন্দ ও মহিলা দলের সদস্যবৃন্দ।
সেইসাথে দলের মহিলাদের উদ্যোগে চলে আদিবাসী নাচ ও গান।