শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: আবারও গুরুত্বপূর্ণ আলোচনা সভায় বক্তব্য রাখার পাশাপাশি সম্মানিত হলেন ড.বিবেকানন্দ চক্রবর্তী। “শিক্ষা হলো সর্বাঙ্গীণ বিকাশ” এই বিষয়ে আন্তর্জালিক বক্তৃতা দিলেন মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি-পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও রবীন্দ্র গবেষক ড. বিবেকানন্দ চক্রবর্তী। কাইটস্ক্রাফট প্রোডাশনের উদ্যোগে রবিবার আয়োজিত আন্তর্জাতিকস্তরের এই আন্তর্জালিক আলোচনা সভায় ভারতবর্ষের শিক্ষা জগতের বহু বিশিষ্টজন অংশ নেন। গুণীজনদের অংশগ্রহণে আলোচনা বেশ উপভোগ্য হয়ে উঠেছিল।

     

    সভার শুরুতে আয়োজকদের তরফে টনি টমাস আমন্ত্রিত বক্তাদের পরিচয় প্রদান করেন। অতঃপর সি.এস.আই.আর-এর মুখ্য বিজ্ঞানী অধ্যাপক ড.এইচ.কে.সার্দানা,পদ্মশ্রী ড.বিজয় শাহ, ইউ.কে.-র ‘সার্কল অব্‌ লাইফ’-এর প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মনস্তাত্ত্বিকঃ ডাঃ কুনাল কালা, ‘ব্রেন পাওয়ার সারর্ভিসেস’-এর অধিকর্তা ও মোটিভেশনাল স্পিকার দিলবাগ সিং,মনস্তাত্ত্বিক রিচা ঠাকুর,জি.এইচ.এ. অ্যাম্বাসেডর অব্‌ পিস সি.কে. ভারদ্বাজ প্রভৃতি বিশিষ্ট মানুষ শিক্ষার নানা দিক নিয়ে আলোচনা করেন। পশ্চিমবঙ্গ থেকে আমন্ত্রিত বক্তা ড. বিবেকানন্দ চক্রবর্তী ‘শিক্ষা হলো সর্বাঙ্গীণ বিকাশ’ এই বিষয়ে একটি মনোজ্ঞ আলোচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ ও মহাত্মা গান্ধীর শিক্ষাদর্শন থেকে উদ্ধৃত করে ড. চক্রবর্তী তাঁর সাবলীল ও সুললিত বক্তব্যে মুগ্ধ করেন অংশগ্রহণকারী শ্রোতাদের। তাঁর আলোচনার পর ড. চক্রবর্তী-কে ‘অ্যাওয়ার্ড ফর কন্ট্রিবিউশন অ্যাট ইন্টারন্যাশনাল স্টেজ’ এই পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়।