|
---|
সামসুর রহমান, উস্থি : বিগত দিনে আমরা আধার লিঙ্ককে কেন্দ্র করে বহু সমস্যা তৈরী হতে দেখেছি । এখন আবার এক অভিনব কায়দায় আধার লিঙ্কের নামে ব্যাঙ্ক জালিয়াতি । মাত্র কয়েক দিন আগে ঘোষণা হয় যে,রেশন ও আধার লিঙ্ক করতে হবে অন্যথায় রেশন বন্ধের খবরাখবর সর্বত্র ছড়িয়ে পড়ে। ফলে মানুষ যথাশীঘ্র সম্ভব তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং বিভিন্ন অনলাইন সেন্টার গুলিতে ভীড় লাগাতে শুরু করে।এরই মধ্যে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট লোক মারফত বাড়ি বাড়ি গিয়ে এই কাজ সম্পন্ন করার কথা হয় ও ইতিমধ্যে বহু জায়গায় কাজ চলতে থাকে। এরই সুযোগকে হাতিয়ার বানিয়ে দঃ ২৪ পরগনা জেলার উস্থি থানার এলাকায় কয়েকজন পুরুষ ও মহিলা একত্রে ভুয়ো ID বানিয়ে বাড়ি বাড়ি গিয়ে রেশন ও আধার লিঙ্কের নামে বহু মানুষের ব্যাঙ্ক থেকে নিজেদের একাউন্টে টাকা ট্রান্সফার করে নেয়।
অবশেষে জানাজানি হলে গ্রামবাসীরা তাদের কে আটক করে এবং পুলিশের হেফাজতে দিয়ে দেয়। এলাকাবাসীর মতে সাধারণ মানুষ এমনিতেই পরপর দু বছর লকডাউনের জেরে এমনিতেই অর্থনৈতিক ভাবে পঙ্গু তার পরে সরকারি সুবিধা পেতে গিয়ে সর্বক্ষেত্রে এই আধার লিঙ্ক করা নিয়ে আগামীর কথা ভেবে ভীষণভাবে ভীত সন্ত্রস্ত ।