হামলা হয়েছে বলে লোকের কাছ থেকে সহানুভূতি নেওয়া ঠিক না’, প্রতিক্রিয়া কৈলাসের

হামলা হয়েছে বলে লোকের কাছ থেকে সহানুভূতি নেওয়া ঠিক না’, প্রতিক্রিয়া কৈলাসের

    নতুন গতি ডেস্ক : নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  কলকাতায় আনা হচ্ছে তৃণমূলনেত্রীকে। আজ নন্দীগ্রামে থাকার কথা ছিল তাঁর। তাঁর অভিযোগ, চক্রান্ত করে ধাক্কা মারে চার-পাঁচজন। রেয়াপাড়ায় একটি মন্দিরে হরিনাম সংকীর্তন চলছিল। সেখানে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। অভিযোগ, ৪-৫ জন তাঁকে ধাক্কা মারে। প্রচণ্ড ভিড় ছিল সেই সময়। চোট পাওয়ার পর তিনি গাড়ির সামনের সিটেই বলেছিলেন। পরে যন্ত্রণা বেড়ে যাওয়ায় তাঁকে পিছনের সিটে বসানো হয়। তাঁর এই আঘাত নিয়ে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, “উনি যখন পদযাত্রা করেন বা স্কুটি চালান তখন ওঁনার সঙ্গে বহু পুলিশকর্মী থাকেন। তারপরেও তাঁর উপর এই হামলা হতে পারে কি? বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে আমার মনে হচ্ছে। ওঁনার প্রতি আমার সহানুভূতি রয়েছে। তবে হামলা হয়েছে বলে লোকের কাছ থেকে সহানুভূতি নেওয়া ঠিক না।”