|
---|
সাকিব হাসান,দঃ ২8 পরগনা: হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে মৃত্যু হয় রেডস্টার নেত্রী শর্মিষ্ঠা চৌধুরীর। আন্দোলন চলাকালীন ২০১৭ সালের ২৫ জানুয়ারী তিনি গ্রেপ্তার হন। পরে জামীন পেয়ে আবার আন্দোলনে ঝাঁপান। শর্মিষ্টার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না গ্রামবাসীরা। এদিন খবর পেয়েই গ্রাম থেকে তাঁকে দেখতে রওনা দেন জমি আন্দোলনের মুখ মোশারেফ হোসেন,মির্জা হাসানা, সাজারুল ইসলামরা। মির্জা বলেন, ওর থেকেই আন্দোলনের মন্ত্র পেয়েছি। এত উচ্চ শিক্ষিত হলেও অবলীয়ায় চাষী থেকে শুরু করে ভাঁটার শ্রমিক সকলের সঙ্গে আন্তরিকতার সঙ্গে মিশতে পারতেন।ওকে হারানো মানে নেত্রী নয় একজন দিদিকে হারালাম।