জ্যাক রোজের অন স্ক্রিন কেমিস্ট্রি ছিল সুপারহিট, বিলাসবহুল টাইটানিক জাহাজের মেনু কার্ড 

নিজস্ব সংবাদদাতা :বছর ২৫ আগে রিলিজ করেছিল টাইটানিক সিনেমা। সিনেমায় জ্যাক আর রোজের প্রেম কাহিনী আজও বিখ্যাত। সিনেমাটি ডুবে যাওয়া বিলাসবহুল জাহাজ টাইটানিকের কাহিনী নিয়ে তৈরি।

    ভীষণ রকম সাড়া ফেলেছিল টাইটানিক সিনেমা। দর্শক মহল সাদরে গ্রহণ করেছিল টাইটানিক। কোন স্ক্রিন জ্যাক আর রোজের কেমিস্ট্রি আজকেও চির রঙ্গিন। জ্যাকের অভিনয় করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, রোজ এর ভূমিকায় অভিনয় করেছিলেন কেট উইনসেল্ট। টাইটানিকের জনপ্রিয় জুটি মানুষের হৃদয় জয় করে নিয়েছিল।

    ১৯১২ সালে বিলাসবহুল টাইটানিক পঞ্চম দিনে উত্তর আটলান্টিক মহাসাগরের ডুবে গিয়েছিল।

    ১১১ বছর পরে টাইটানিকের মেনু কার্ডের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা গিয়েছে। কি কি ছিল খাবারের তালিকায় সে সমস্ত কিছুই রয়েছে মেনু কার্ডে। প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণি দ্বিতীয় শ্রেণি তিন রকম শ্রেণীর জন্য আলাদা রকম খাবার ছিল। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে খাবারের তালিকা যথেষ্ট আকর্ষণীয় ছিল। মটন ও চিকেন সংক্রান্ত খাবার সহ আরো বেশ কিছু আকর্ষণীয় খাবার ছিল। তৃতীয় শ্রেণীর যাত্রীদের খাবারের তালিকা এই সাধারণ পাউরুটি মাখন আলু ভাজা রাইস সুপ এই জাতীয় খাবার ছিল। প্রথম শ্রেণি ও তৃতীয় শ্রেণির যাত্রীদের জন্য খাবারের চাকচিক্য থাকলেও তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে কিন্তু ছিল না , তা মেনু কার্ড দেখলেই বোঝা যায়।