বনমহোৎসব পালন জগন্নাথপুর হাই মাদ্রাসায়

মহঃ নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর,২০ জুলাই। মালদহ জেলার হরিশচন্দ্রপুর-২ ব্লকের জগন্নাথপুর হাই মাদ্রাসা প্রাঙ্গনে বনমহোৎসব উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। “সবুজ দেখাও সবুজ বাঁচাও সবুজের মাঝে বিবেক জাগাও”এই শ্লোগানকে সামনে রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বনবিভাগ এক সপ্তাহব্যাপী উদযাপন করছে বনমহোৎসব।১৪ জুলাই থেকে ২০জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে এই বনমহোৎসব উৎযাপন করা হচ্ছে।
তারই অঙ্গ হিসেবে শনিবার মালদা জেলা বন বিভাগের উদ্যোগে ও জগন্নাথপুর হাই মাদ্রাসার সহযোগিতায় সাড়ম্বরে পালিত হয় বনমহোৎসব। প্রথমে বন মহোৎসব এর গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক।
আলোচনায় অংশগ্রহণ করেন মালদা জেলা বন বিভাগের ভালুকা রোড ফরেস্ট রেঞ্জ আধিকারিক সুদর্শন সরকার,বর্ষীয়ান শিক্ষক শামসুল আলম,মতিউর রহমান প্রমুখ।আলোচনা পর্ব শেষে এক বর্ণাঢ্য পদযাত্রা আয়োজন করা হয়।এই পদযাত্রায় পা মেলান বনবিভাগের আধিকারিকগণ, মাদ্রাসার শিক্ষক গণ ও ছাত্র ছাত্রীরা। বনমহোৎসব উপলক্ষে এদিন একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে।প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কে পুরস্কৃত করা হয় বনবিভাগের পক্ষ থেকে।এদিনের সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক উমার ফারুক।পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পরে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। এদিন বৃক্ষরোপণ করেন মালদা বনবিভাগের ভালুকা রোড ফরেস্ট রেঞ্জ অফিসার সুদর্শন সরকার,হরিশ্চন্দ্রপুর-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আবুল কাশেম,হরিশ্চন্দ্রপুর-২ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ তৌহিদা খাতুন,মাদ্রাসা পরিচালন সমিতির সভাপতি শহীদুল ইসলাম ও সম্পাদক আবু হায়াত। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ছাত্রছাত্রীদের মধ্যে ছয়শত চারা বিতরণ করা হয় বলে জেলা বন বিভাগ সূত্রে জানা গিয়েছে।