জামালপুর দামোদর নদীর ঘাটে আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠান চলছে মহা সমারোহে।

সেখ সামসুদ্দিন, ১৬ জানুয়ারিঃ জামালপুরের দামোদর নদের তীরে তেলকূপি ঘাটে আদিবাসী সম্প্রদায়ের অস্থিবিসর্জন ও মহস্নান অনুষ্ঠান চলছে মহা সমারোহে। সারা রাজ্য এমনকি অন্যান্য রাজ্য থেকেও প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখানে আসেন অস্থি বিসর্জন ও পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে। আজকের এই অনুষ্ঠান উপলক্ষ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, সহ সভাপতি দেবু হেমব্রম, বিডিও শুভঙ্কর মজুমদার, পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধক্ষ্য মিঠু মাঝি, পুলিশের এস আই, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং,সহ আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট সম্মানীয় ব্যক্তি বর্গ ও মাঝিবাবারা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম হয় জামালপুরে। জামালপুর থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।