|
---|
সেখ সামসুদ্দিন : জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরুণ কুমার সোমের উদ্যোগে জামালপুর ব্লকের ২০২০ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আঝাপুর পুলিশ ক্যাম্পে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশ অফিসার আমিনুল ইসলাম সাহেব, জামালপুর থানার ওসি অরুণ কুমার সোম সহ অন্যান্য অফিসার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন শুভেচ্ছা প্রাপকরা হলেন জামালপুর ব্লকের মাধ্যমিকে প্রথম সাঁচড়া হাই স্কুলের অভিষেক বৈদ্য (৬৭৫), দ্বিতীয় মশাগ্রাম হাই স্কুলের স্পন্দিতা রক্ষিত (৬৬৩) এবং তৃতীয় জামালপুর হাই স্কুলের উন্মিষ রায় (৬৬২)। উচ্চ মাধ্যমিকে প্রথম জামালপুর হাই স্কুলের সেখ সাহিন আলি (৪৮৫), দ্বিতীয় জামালপুর হাই স্কুলের দয়িতা দে (৪৮১) এবং যুগ্ম তৃতীয় নবগ্রাম ময়না পি বি উচ্চ বিদ্যালয়ের প্রিয়া শর্মা (৪৭৮) ও সাঁচড়া হাই স্কুলের তৃষা মুখার্জী (৪৭৮)।