আবারও বিশ্বের দ্বিতীয় নম্বর ভারত, দেশে একদিনে প্রায় ৫০ বাজার সংক্রমণ, আক্রান্ত ছাড়াল ১৪ লাখ

নতুন গতি নিউজ ডেস্ক: ভয়াবহ হচ্ছে করো না পরিস্থিতির প্রত্যেকদিন, দেশের সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণণ ব্যর্থ, তারই মধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন রাম মন্দিরের ভূমি পুজো হবে, অপরদিকে বিজেপিি নেতা-মন্ত্রীরা কেউ কেউ বলছেন হনুমান চল্লিশা পড়লে করোনা দূূর হবে কেউ আবার বলছেেন ভাবিজি পাপড় খেতে, সব মিলিয়ে গোটা দেশের মহামারীীর পরিস্থিতি চরম সংকট জনক।

    লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ায় আবারও দেশে নিজের রেকর্ড নিজেই ভাঙল করোনাভাইরাস (Coronavirus in India)। একদিনে সংক্রমণ প্রায় ৫০ হাজারের কাছাকাছি চলে গেল। এর ফলে দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৪৯,৯৩১ জন। একদিনে মৃত্যু হয়েছে আরও ৭০৮ জনের।

    সোমবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য়া হয়েছে ১৪,৩৫,৪৫৩। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৪,৮৫,১১৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯,১৭,৫৬৮ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৬৩.৫%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২,৭৭১। ICMR-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার দেশজুড়ে আরও ৫,১৫,৪৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে এখনও পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ১,৬৮,০৬,৮০৩ জনের।

    পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের ঘটনাও বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ২ হাজারেরও বেশি ব্যক্তির শরীরে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। ফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা দ্রুত ৬০ হাজারের দিকে ক্রমশ এগিয়ে চলেছে। এদিকে, মৃত্যুর ঘটনাও যথেষ্ট উদ্বেগের। রাজ্যে করোনায় প্রাণ গিয়েছে আরও ৪০ জনের। বাংলায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে আগেই স্বীকার করে নিয়েছিল রাজ্য সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ করা হচ্ছে। স্বাস্থ্য ভবনের জন স্বাস্থ্য শাখার আধিকারিকদের মতে, করোনা মহামারীর এই পর্যায়ে আক্রান্তের সংখ্যা বাড়বেই। তা অস্বাভাবিক নয়। ভয়েরও কিছু নেই।

    রবিবার রাতে নবান্ন থেকে প্রকাশিত রিপোর্ট অনুসারে, এ দিন সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ২,৩৪১ জন নয়া করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ৫৮ হাজার ৭১৮ জন। এর মধ্যে চিকিত্‍‌সাধীন রোগীর সংখ্যা আগের দিনের থেকে ২০৪ জন বেড়েছে। ফলে সংখ্যাটা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৯৫ জন। আর একদিনে আরও ২ হাজার ৯৭ জন সুস্থ হয়ে ওঠায় এখনও পর্যন্ত মোট ৩৭ হাজার ৭৫১ জন ব্যক্তি করোনা মুক্ত হলেন। সুস্থতার হার ৬৪.২৯ শতাংশ। এ দিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে আরও ৪০ জন প্রাণ হারিয়েছেন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭২ জন।