|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: 24 ঘণ্টা আগেই দামে পতন এসেছিল। কিন্তু উলটপূরাণ ফের। আজ বৃহস্পতিবার ফের দাম বাড়ল সোনার। ভরা বিয়ের মরশুমে একটানা দামের পারদ ওঠানামা করায় অস্বস্তিতে পড়ছেন নাগরিকেরা। অনেকেই এই সময় কেনাকাটা করে থাকেন। দামের এরকম অনিশ্চিত চলনে যে তাঁরা অসুবিধার মধ্যে পড়বেন তা বলাই বাহুল্য৷
উৎসবের মরসুমে সোনা নাগরিকদের স্বস্তি দিয়েছিল। গত বছরের বাজারমূল্যের চেয়ে অনেকটাই দাম ছিল কম। কিন্তু উৎসব পরবর্তী সময়ে সেই কম দামই একটানা বাড়তে শুরু করে৷ টানা বেশ কয়েকদিন দামের ঊর্ধ্বগামী চলনের মাঝে দু-একবার দাম কমলেও, তাতে বিশেষ লাভ হয়নি৷ গত বছরের দামের কিছুটা কাছাকাছিই পৌঁছে গিয়েছে সোনা।
আজ কলকাতায় দাম বেড়েছে 22 ক্যারট, 24 ক্যারট ও 22 ক্যারট হলমার্কযুক্ত সোনার৷ তবে খানিক সুখবর দিয়েছে রুপো। এই নিয়ে টানা দুদিন সস্তা হল রুপো।
আজ কলকাতায় 24 ক্যারট সোনার প্রতি গ্রামে দাম 4990 টাকা। গতকাল গ্রাম প্রতি দাম ছিল 4980 টাকা। আজ গ্রাম প্রতি দাম বেড়েছে 10 টাকা। গতকাল 10 গ্রামে দাম ছিল 49900 টাকা। প্রতি 10 গ্রামে দাম ছিল 49800 টাকা। আজ 10 গ্রাম প্রতি দাম বেড়েছে 100 টাকা।
আজ কলকাতায় 22 ক্যারট সোনার প্রতি গ্রামে দাম 4735 টাকা। প্রতি 10 গ্রামে দাম 47350 টাকা। গতকাল গ্রাম প্রতি দাম ছিল 4725 টাকা। 10 গ্রামে 47250 টাকা। আজ গ্রাম প্রতি দাম বেড়েছে 10 টাকা। 10 গ্রামে দাম বেড়েছে 100 টাকা।
দামে বদল 22 ক্যারট হলমার্কযুক্ত সোনার দামেও। আজ কলকাতায় 22 ক্যারট হলমার্কযুক্ত সোনার প্রতি গ্রামে দাম 4805 টাকা। প্রতি 10 গ্রামে দাম 48050 টাকা। গতকাল প্রতি গ্রামে দাম ছিল 4795 টাকা। প্রতি 10 গ্রামে দাম ছিল 47950 টাকা। দামের বিচারে এক্ষেত্রেও গ্রাম প্রতি 10 টাকা ও 10 গ্রাম প্রতি 100 টাকা দাম কমেছে।
সোনা অস্বস্তিতে রাখলেও খানিক চিন্তা কমিয়েছে রুপো। আজ কেজি প্রতি দাম 66700 টাকা। গতকাল কেজিপ্রতি দাম ছিল 66900 টাকা। আজ 200 টাকা দাম কমেছে রুপোর।