বিক্রি হতে চলেছে আরো দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক

দেবজিৎ মুখার্জি: বিক্রি হতে চলেছে আরো দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। বেসরকারিকরণের লক্ষ্যে প্রক্রিয়ায় গতি বাড়াল কেন্দ্র। সূত্রের খবর, সংসদের আসন্ন বাদল অধিবেশনেই এ বিষয়ে একটি বিল পাস করাতে চায় কেন্দ্র। বিরোধীদের বাধা থাকলেও তাতেও আইন পাশ করাতে কোন সমস্যা হবেন্স বলে মনে করা হচ্ছে।

    কোন দু’টি ব্যাংক বেসরকারিকরণ হবে, তার নাম এখনও কেন্দ্রের তরফে জানানো হয়নি। সূত্রের দাবি, বেসরকারিকরণের জন‌্য প্রাথমিকভাবে চারটি মাঝারি মাপের ব্যাংক-কে বেছে নেয় মোদি সরকার – ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। পরে নীতি আয়োগ প্রস্তাব দেয়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অধিকাংশ শেয়ার বিক্রি করা হোক। নীতি আয়োগের সেই প্রস্তাব মেনেই এগোতে পারে মোদি সরকার।