ব্রাহ্মোস সুপারসোনিক ক্র‍ুজ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষণ আন্দামানে

ব্রাহ্মোস সুপারসোনিক ক্র‍ুজ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষণ আন্দামানে

     

     

    নতুন গতি ওয়েব ডেস্ক: আজ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভূমি থেকে ভূমি আক্রমণের জন্য ব্যবহৃত ব্রাহ্মোস সুপারসোনিক ক্র‍ুজ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষণ করা হয়। সুপারসোনিক ক্র‍ুজ ক্ষেপনাস্ত্রের পরীক্ষণ সকাল ১০টা নাগাদ করা হয়, যা অন্য দ্বীপে অবস্থিত লক্ষ্য বস্তুতে সফলতাপূর্বক আঘাত হানে। ডিআরডিও নির্মিত মিসাইলটি ভারতীয় সেনারা পরীক্ষা করে। আর এরসঙ্গেই ব্রাহ্মোসের স্ট্রাইক রেঞ্জ ৪০০ কিমির বেশি হয়ে গেল।

    ব্রাহ্মোস সুপারসোনিক ক্র‍ুজ ক্ষেপনাস্ত্রের শ্রেণিতে দ্রুততম বলা হয়। ডিআরডিও ক্ষেপনাস্ত্রের লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা ২৯৮ কিমি থেকে বাড়িয়ে ৪৫০ কিমি করা হয়েছে। গতমাসে ডিআরডিও সৌর্য্য ক্ষেপনাস্ত্রের পরীক্ষায় সফল হয়। এই ক্ষেপনাস্ত্র ৮০০ কিমি দূরত্বে থাকা লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম।