|
---|
ইলিয়াস মল্লিক, জগতবল্লভপুর, হাওড়া: জগতবল্লভপুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশান পরিচালনায় গত ৬ এবং ৭ ই অক্টোবর -২০১৮ শনিবার এবং রবিবার পান্তিহাল সরস্বতী স্পোর্টিং –এর মাঠে অনুষ্ঠিত হল দুই-দিনের নকআউট ফুটবল টুর্নামেন্ট। উল্লেখ্য জগতবল্লভপুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশানের প্রাক্তন কর্মকর্তা মরহুম আমানুল্লাহ মোল্লাহ , মরহুম রহমত আলি বেগ এবং স্বর্গীয় ডাঃ গৌতম সিট দের স্মরণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে থানা স্পোর্টস অ্যাসোসিয়েশানের সুপার ডিভিশনের ৮টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন হয় পান্তিহান নবারুন এ.সি। মাঠে উপস্থিত ছিলেন জগতবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী মমতা পাত্র, সহকারি সভাপতি সেখ মহঃ এব্রাহিম, জগতবল্লভপুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশানের সভাপতি হাফিজুর রহমান, কার্যকারী সভাপতি মঞ্জুরুল হক মুন্সি, সাধারন সম্পাদক অমর নাথ ঘোষ, সুচাদ সামন্ত, সেখ মহিনুদ্দিন (মোহিত), রামকৃষ্ণ বেরা, আসাদুর রহমান, সমাজসেবী সমির বেরা, মুন্সি হারুন রসিদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কামরুজ জামাল, সেখ ইদ্রিস, সৌরভ দে।