|
---|
নিজস্ব প্রতিবেদক:- বালি (sand) তুলতে গিয়ে উল্টে গেল জেসিবি (JCB) মেশিন। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কেতুগ্রামের নারেঙ্গা বালিরঘাটের। অজয় নদ থেকে বালি তুলতে গিয়ে অঘটন ঘটে।কেতুগ্রামের নারেঙ্গা বালিরঘাটে অজয় নদ থেকে বালি তুলতে গিয়ে তলিয়ে গেল জেসিবি মেশিন গাড়ি। সেই সঙ্গে জেসিবির মধ্যে থাকা চালক (driver) ও খালাসিও তলিয়ে যান নদের জলে। ঘটনার পরেই উদ্ধারে নামেন এলাকাবাসীরাই। বেশ দীর্ঘক্ষণ পরে জেসিবি ভেঙে দু’জনকেই মৃত অবস্থায় নদ থেকে উদ্ধার করেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল নাগাদ কেতুগ্রামের নারেঙ্গা বালিরঘাটে। ঘটনায় মৃতরা হলেন ২৯ বছর বয়সী চালক রেন্টু শেখ ও ৩২ বছর বয়সী খালাসি বালক থান্ডার। এলাকার বাসিন্দাদের সূত্রে খবর নদীতে জেসিবি নিয়ে বালি তোলার সময় বালি ধসে নদের জলে পাল্টে গিয়ে তলিয়ে যায় জেসিবি। গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি দু’জনেই তলিয়ে যায় জেসিবির সঙ্গে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেতুগ্রাম থানার পুলিশ।