মেমারি 1 নম্বর ব্লক তৃণমূলের নেতৃত্বে পথচলতি মানুষ দের হাতে রাখি বেঁধে ও করোনা সচেতনতায় মাক্স বিতরণের মধ্য দিয়ে পালিত হলো রাখি বন্ধন উত্সব

অতনু ঘোষ, মেমারি. নতুন গতি : আজকের দিনটি রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা। ভাইয়ের মঙ্গল কামনা করে বোনেরা তাঁদের হাতে রাখি পরিয়ে দেন পূর্ণিমার পবিত্র তিথিতে। হিন্দুদের বারো মাসে তের পার্বণ। তার মধ্যে একটি অন্যতম উৎসব হল এই রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন।

     

    মূলত বোন -দিদিরা তাঁদের ভাইয়ের মঙ্গল কামনায় ও সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাঁদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের।

    এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেল ও বাগিলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে নুদিপুর জোড়াসাঁকো মোড়ে রাখি বন্ধন উৎসব পালিত হলো। পথচলতি মানুষ দের হাতে রাখি বেঁধে ও করোনা সচেতনতায় মাক্স বিতরণ করা হলো এই কর্মসূচি থেকে।

     

    উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি ব্লক তৃণমূল সংখ্যালঘু সভাপতি মীর পারভেজ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সৌমিত্র চ্যাটার্জী ব্লক তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।

     

     

     

    আজকের দিনে রবীন্দ্রনাথ গান বেঁধেছিলেন- বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার ঘরে ঘরে সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্দেশ্যে হিন্দু-মুসলিম নির্বিশেষে একে অপরের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বার্তা দিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি। রবীন্দ্রনাথ রাখির সুতোয় যে সম্প্রীতির বার্তা গেঁথে দিলেন তাকে ধরে রাখার উত্তর দায়িত্ব প্রতিটি বাঙালির।