|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : উত্তরবঙ্গ তথা উত্তর দিনাজপুর জেলার মধ্যে অন্যতম সেরা দূর্গাপূজো হলো করনদিঘী ব্লকের টুঙ্গিদিঘী সার্বজনীন দুর্গোৎসব। জেলাবাসীর এই নজরকাড়া পুজোর অন্যতম উদ্যোক্তা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ভাইস চেয়ারম্যান তথা নবনির্বাচিত করনদীঘি বিধানসভা কেন্দ্রের তৃনমূল বিধায়ক গৌতম পাল । আজ পবিত্র রাখীবন্ধন উৎসবের দিনে করনদিঘী সার্বজনীন দুর্গোৎসবের অষ্টম বর্ষ বার্ষিক সার্বজনীন দুর্গা উৎসবের খুঁটি পুজো করলেন করণদিঘী ব্লক সার্বজনীন পুজা কমিটির চেয়ারম্যান ও করনদীঘির বিধায়ক গৌতম পাল ।
খুঁটিপুজো করা হল। দূর্গোৎসবের খুঁটি পূজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল, ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ তামাং, থানার আইসি সৌমজিৎ রায়, ভুমি দাতা সরোজ রায, ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ করনদীঘির । গতবছর অতিমারি করোনার কারনে কোনওরকমে দূর্গাপুজো সেরেছিলেন উত্তর দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজো কমিটিগুলো। এবছর কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই কোভিড বিধি মেনে জাঁকজমকপূর্ণ দূর্গোৎসবের আয়োজন করতে চলেছে জেলার বিগ বাজেটের পুজো কমিটিগুলো ।
প্রায় আট বছর ধরে উত্তর দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের অন্যতম সেরা পুজো উপহার দিয়ে আসছে করনদিঘী ব্লকের টুঙ্গিদিঘীতে সার্বজনীন দুর্গোৎসব কমিটি। টলিউড ও বলিউডের নায়ক নায়িকা দিয়ে পুজোর উদ্বোধন থেকে শুরু করে বিশালাকার সুদৃশ্য পুজো সাধারন মানুষের আকর্ষনের কেন্দ্র হয়ে ওঠে করনদিঘী সার্বজনীন দুর্গোৎসব। গতবছর করোনার কারনে সেভাবে পুজো না হওয়ায় এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই বিগ বাজেটের পুজো উপহার দিতে চলেছে তাঁরা। করনদিঘী সার্বজনীন দুর্গোৎসব কমিটির অন্যতম উদ্যোক্তা করনদিঘী বিধানসভার নবনির্বাচিত তৃনমূল কংগ্রেস বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, ২০ ফুট উঁচু এবং ৪০ ফুট চওড়া বিশালাকার সুদৃশ্য মাটির দূর্গা প্রতিমার পাশাপাশি থাকছে মেদিনীপুরের মন্ডপ শিল্পীর বাঁশ ও বেতের প্যান্ডেল ও চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা।