বাগনান চিত্রাঙ্কনের পরিচালনায় ও জাতীয় সমাজ সেবক সংঘের ব্যবস্থাপনায় রাখীবন্ধন অনুষ্ঠান

নতুন গতি, ওয়েব ডেস্ক : বাগনান চিত্রাঙ্কনের পরিচালনায় ও জাতীয় সমাজ সেবক সংঘের ব্যবস্থাপনায় রাখীবন্ধন অনুষ্ঠান পালন করা হয়।এইদিন এই অনুষ্ঠানটি জাতীয় সমাজ সেবক সংঘের নিজ প্রাঙ্গণে পালন করা হয়। এই রাখি বন্ধন অনুষ্ঠান উপলক্ষ্যে প্রথমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পথিকৃৎতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর ওখানে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবর্গরা একে একে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে পুস্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।এরপর ওখানে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবর্গদের বরন করা হয় বরন করে নেন চিত্রাঙ্কনের সদস্য ও সদস্যারা।

    এইদিন ওখানে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় ওই স্বাস্থ্য শিবিরের অংশগ্রহনকারী সকলের একটাকরে স্বাস্থ্যর কার্ড তুলে দেওয়া হয়।এছাড়া ওইদিন চিত্রাঙ্কনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ অঙ্কন লাইব্রেরীর উদ্ধোধন করা হয়,এরপর চিত্রাঙ্কনের ছাত্র-ছাত্রী দ্বারা পরিচালিত একটা মাসিক সংবাদপত্রের উদ্ধোধন করা হয় এরপর হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের পক্ষ থেকে আমাদের আশেপাশে পশুপ্রানীর সম্পর্কে একটা আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর অঙ্কন প্রতিযোগিতায় যারা প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের সকলকে পুরস্কৃত করা হয়।

    এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগনান ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু,উপস্থিত ছিলেন হাওড়া জেলার স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক সৌরেন্দু শেখর বিশ্বাস,বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী মধুসূদন বাগ,বাগনান কলেজের অধ্যাপক বুবাই বাগ,বিশিষ্ট পরিবেশবিদ সৌরভ দোয়ারী,হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সায়ন দে ও চিত্রক প্রামানিক,চিত্রাঙ্কনের কর্নাধার সৈকত খাড়া,জাতীয় সমাজ সেবক সংঘের দুই কর্মকর্তা অজিত পাত্র ও বিশ্বনাথ মান্না সহ চিত্রাঙ্কনের সদস্য ও সদস্যারা সৌভিক,সানি,সৌনাভ,ইন্দ্রনীল,সৌমজ্যেতি,করবী,দীপালী প্রমূখ বিশিষ্ট ব্যাক্তিগনেরা।এই অনুষ্ঠানের সমাপ্তি ভাষন দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন চিত্রাঙ্কনের কর্নাধার সৈকত খাড়া মহাশয়।