|
---|
নিজস্ব প্রতিবেদক: করোনা আবহে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো লায়ন্স ক্লাব অব মেদিনীপুর-কংসাবতী। রবিবার সংস্থার উদ্যোগে মেদিনীপুর শহরের পালবাড়ির গণপতিনগরে স্থানীয় ‘মুক্তবিহঙ্গ’ ক্লাবের সহযোগিতায় স্থানীয় একশোজন এলাকাবাসীর মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া হয়।
মুক্ত-বিহঙ্গ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে লায়ন্স ক্লাব অব মেদিনীপুর-কংসাবতীর সভাপতি সভাপতি মহম্মদ মাসুম আলী, সম্পাদক রুদ্র প্রতিম মুখার্জি, মেম্বারশিপ চেয়ারপার্সন নারায়ন কান্ডার সহ অন্যান্যরা। ক্লাবের পক্ষে কোষাধ্যক্ষ ইন্দ্রদীপ সিনহা জানান ক্লাবের উদ্যোগে একই ধরনের কর্মসূচি আগামী শুক্রবার মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রামে অনুষ্ঠিত হবে।