|
---|
বিশেষ সংবাদদাতা, কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনিস খাঁনের আসল খুনিদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবিতে ও SSC উত্তীর্ণদের চাকরির দাবিতে এবং রাজ্য তথা সারা দেশ জুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আজ বিকালে মৌলালি মোড় থেকে আলিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত SFI-DYFI রাজ্য কমিটির যৌথ আহ্বানে এক প্রতিবাদী মিছিল সংগঠিত হয়।
বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে উভয় সংগঠনের কর্মীরা আজকের এই উক্ত মিছিলে যোগদান করেন। মিছিলে উপস্থিত ছিলেন SFI কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ময়ূখ বিশ্বাস, রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য্য, কেন্দ্রীয় কমিটির সদস্যা তথা রাজ্য সহ-সভানেত্রী নবনীতা চক্রবর্তী,রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য অর্ণব দাস এবং DYFI রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য কলতান দাশগুপ্ত সহ SFI ও DYFI-এর রাজ্য ও বিভিন্ন জেলার নেতৃত্ব ও কর্মীরা।