মধ্যপ্রদেশে ভোট গণনার আগে কেলেঙ্কারি! পোস্টাল ব্যালট খুলে ফেললেন এক আধিকারিক

দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রদেশে ৩ ডিসেম্বরের আগেই পোস্টাল ব্যালট খুলে ফেললেন এক নির্বাচন আধিকারিক। ঘটনাটি ঘটেছে বালাঘাট জেলায়। তড়িঘড়ি সেই আধিকারিক কে সাসপেন্ড করেছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুপম রাজন।

    জানা গিয়েছে, আগেই পোস্টাল ব্যালট খুলে ফেলার অভিযোগ করেছিল কংগ্রেস। প্রাথমিক তদন্তের পর তহশিলদার হিসাবে কর্মরত হিম্মত সিং নামে ওই আধিকারিককে সাসপেন্ড করা হয়। নির্বাচনে কংগ্রেসের দায়িত্বে থাকা জেপি ধানোপিয়ার দাবি, বিজেপির সঙ্গে আঁতাঁত রয়েছে জেলা নির্বাচন আধিকারিক গিরিশকুমার মিশ্রর। তাঁদের প্রার্থী ও সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছে ভিডিও করার পরেই বিষয়টি সামনে আসে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন মুখ্য নির্বাচন আধিকারিক এবং দাবি করেন যে বালাঘাটে কোনও পোস্টাল ব্যালট ভোট গণনা হয়নি এবং সময়ের আগে ব্যালট বাক্স খোলার ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি ঘটেছে, তাই একজন পোস্টাল নোডাল অফিসার এবং তহশিলদারকে সাসপেন্ড করা হয়েছে।