মোদির প্রতিশ্রুতিতে লাগলো শিলমোহর! আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন ৮০ কোটি ভারতবাসীর

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ছত্তিশগড়ে মোদির দেওয়া প্রতিশ্রুতিতে লাগল শিলমোহর! আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন পাবে ৮০ কোটি ভারতবাসী। এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিলেন  কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

    তিনি জানালেন, “২০২৪ সালের জানুয়ারি থেকে আগামী পাঁচ বছর দেশের ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পাবেন। আগামী পাঁচ বছর এই প্রকল্প বাবদ খরচ হবে ১১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা।”

    এছাড়াও দেশের দারিদ্রতা নিয়ে বড় মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, “গত পাঁচ বছরে ভারতের প্রায় সাড়ে ১৩ কোটি নাগরিক দারিদ্রসীমার উপরে উঠেছেন। গরিবি রেখা পেরিয়ে নিম্ন মধ্যবিত্তদের তালিকায় উঠে এসেছেন। এর কৃতিত্ব প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনারই।”