|
---|
মনোজ রায়, জলপাইগুড়ি : প্রতিটি স্তরে মানুষের গণতান্ত্রিক অধিকার আক্রান্ত হচ্ছে। তাই সুষ্ঠু গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষে এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনার প্রশ্নে মানুষ সঠিক সিদ্ধান্ত নিবে। জলপাইগুড়িতে ২৫ নম্বর ওয়ার্ডের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী শুভ্রা মালোদাসের প্রচারে এসে এমনটাই বললেন জলপাইগুড়ির ভূমিপুত্র তথা কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়। রবিবার ২৫ নম্বর ওয়ার্ডে একটি কার্যালয় উদ্বোধনের পর কংগ্রেস কর্মীদের সঙ্গে তিনি সেই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রচারে বের হন।
প্রচারে বিপুল মানুষের ইতিবাচক সাড়া পাওয়া যায় বলে জানান তিনি। তার কথায়, “আমরা আমাদের প্রার্থী শুভ্র মালোদাসকে নিয়ে মানুষের দরজায় দরজায় গিয়ে আশীর্বাদ চেয়েছি। মানুষ যেভাবে এই ওয়ার্ডে পরিমল মালোদাসকে বারবার জয়ের মুকুট পড়িয়েছে এখানে সেই ধারা অব্যাহত থাকবে।
দেবপ্রসাদ রায় বলেন, মানুষ আমাদের সুযোগ দিলে এবং আমাদের হাতে ক্ষমতা অর্পণ করলে আমরা স্থানীয় স্তরের সরকারকে প্রকৃত সরকারে রূপায়ণ করার দায়বদ্ধতা পালন করবো। পাশাপশি স্বর্গীয় পরিমল মালোদসের যে গৌরবময় অতীত সেই অতীতকে স্মরণ করে মানুষ তার স্ত্রী শুভ্রা মালোদসকে জয়ী করবেন বলে সেই ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী দেবপ্রসাদ বাবু।